ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আজ চোখ ছিল মহেন্দ্র সিং ধোনির উপর। সেনাবাহিনীর লোগো থাকা সেই গ্লাভস পরে ধোনি খেলবেন কি না? তার উত্তর খুঁজতে চোখ রেখেছিলেন সবাই।
Advertisement
তবে টস জিতে বিরাট কোহলি প্রথমে ব্যাটিং নেয়ায় অপেক্ষা বাড়ে দর্শকদের। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে যখন ফিল্ডিং করতে নামে ভারত।
একপ্রকার বাধ্য হয়েই আজ (রোববার) অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্লাভস বদলিয়ে মাঠে নামেন ধোনি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেনাবাহিনীর লোগো থাকা সেই গ্লাভস অস্ট্রেলিয়ার বিপক্ষে পরেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে সেনাবাহিনীর লোগো থাকা গ্লাভস পড়ার পর তর্কবিতর্ক শুরু হয়ে যায় পুরো ক্রিকেট বিশ্বে। এই গ্লাভস পড়ার কারণে প্রশংসার পাশাপাশি সমালোচনার স্বীকার হয়েছেন ধোনি।
Advertisement
তবে তার এই গ্লাভসের প্রতি আপত্তি জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। আইসিসির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিসিসিআইকে অনুরোধ করেছি ধোনির গ্লাভস থেকে যেন সে প্রতীক সরিয়ে দেয়া হয়।’
তবে আইসিসির এই অনুরোধ রাখতে পারবে না বলে জানিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের পক্ষ থেকে বলা হয়, ‘আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ই ধর্ম, সেনাবাহিনী এবং বাণিজ্য সংক্রান্ত কোনো লোগো নিয়ে মাঠে নামতে পারবে না। ধোনির গ্লাভসে এমন কিছুই নেই বলে আমরা জানি। তাই সে আইসিসির কোনো নিয়মকানুন ভঙ্গ করেনি। গ্লাভস থেকে সেই লোগো সরানো হবে না।’
আইসিসি ছাড়াও ধোনির এই গ্লাভস নিয়ে আপত্তি জানিয়েছিলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার।
তিনি বলেন, ‘আমি মনে করি নিয়ম বানানো হয়েছে মানার জন্য। এর জন্য এখানে নিয়ম দেয়া হয়েছে। আমি আগেই ভেবেছিলাম যে এই বিষয়ে আইসিসি কিছু একটা বলবে যে তুমি লোগো রাখতে পারবে না। আপনাদের যদি মনে থাকে দুই বছর আগে যখন মঈন আলী ‘সেভ গাজা’ নামে রিস্ট ব্যান্ড পড়েছিলেন তখন তাকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জরিমানা করা হয়েছিল।’
Advertisement
এএইচএস/এসএএস/পিআর