গ্রাহকের ছেঁড়া, ফাটা নোট তফসিলি ব্যাংকগুলোর শাখাগুলোকে অবশ্যই নিতে হবে এবং তার বিনিময় মূল্য গ্রাহককে পরিশোধ করতে হবে বলে বাংলাদেশ ব্যাংকের জারি করা এক আদেশে বলা হয়েছে। অন্যথায়, ওই ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।সোমবার এক আদেশে বলা হয়, বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা গ্রাহকের ছেঁড়া-ফাটা নোট নিয়ে বিনিময় মূল্য দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এতে করে সাধারণ জনগণ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।এমন প্রেক্ষাপটে জনসাধারণের লেনদেন ও সেবা নিশ্চিত করতে শাখাগুলোকে অবশ্যই সব ধরনের নোট গ্রহণ করার নির্দেশ দেয়া হলো। এটি পরিপালন করা না হলে, সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।এসএ/একে/বিএ
Advertisement