ইউরো বাছাইপর্বের খেলায় তুরস্কের কাছে হেরে গেল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গতকাল (শনিবার) গ্রুপ এইচয়ের ম্যাচে তুরস্কের ঘরের মাঠে গ্রিজম্যান-পগবারা হেরেছে ২-০ গোলে।
Advertisement
কোনিয়া বুয়ুকসেহির স্টেডিয়ামে বল পায়ে ফ্রান্স এগিয়ে থাকলেও ম্যাচের ৩০ মিনিটে তুরস্ককে এগিয়ে দেন কান আয়হান। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা কিছু বুঝে ওঠার আগেই ৪০ মিনিটে ফের বল জালে জড়ায় তুর্কিরা। এবারের গোলদাতা সেঞ্জিক আন্ডার।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-০ গোলে পিছিয়ে থাকায় ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। আক্রমণের ধার বাড়াতে বিরতির পর কিংস্লে কোমান, বেন ইয়েডারদের নামালেও তুরস্কের রক্ষণ ভাঙতে পারেনি লেস ব্লুজরা। শেষতক, তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এদিকে এই জয়ে গ্রুপ 'এইচ' এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলো তুরস্ক। ৩ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট এখন ৯। এদিকে ফ্রান্স ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
Advertisement
হারলেও আগামী মঙ্গলবারই স্বরূপে ফেরার উপলক্ষ পেয়ে যাচ্ছে ফ্রান্স। এন্ডোরার ঘরের মাঠ এস্তাদি নাসিওনালে তাদের আতিথেয়তা নেবে তারা। এদিকে তুরস্কের পরের ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে, রেইজাভিকে।
এসএস/এমএস