আন্তর্জাতিক

বোয়িংয়ের কাছে ক্ষতিপূরণ চাইবে কাতার এয়ারওয়েজ

গ্রাউন্ডেড থাকায় বোয়িংয়ের কাছে ক্ষতিপূরণ চাইবে কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকবর আল বাকের রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

Advertisement

তিনি বলেন, ইতালিয়ান এয়ারলাইন এয়ার ইতালির উড়োজাহাজ বহরে ৭৩৭ ম্যাক্স সিরিজের তিনটি উড়োজাহাজ রয়েছে, যেগুলো ম্যাক্সের এ সিরিজের অন্য উড়োজাহাজগুলোর মতো গ্রাউন্ডেড রয়েছে। ৭৩৭ ম্যাক্সের এয়ার ইতালির তিনটি উড়োজাহাজ গ্রাউন্ডেড থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা বোয়িংয়ের কাছে ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছি।

পাঁচ মাসের ব্যবধানে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় ৭৩৭ ম্যাক্সের দুটি মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫০ জন মারা যান। সম্প্রতি এ দুই ভয়ংকর দুর্ঘটনার পর বিশ্বব্যাপী বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্সের উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড রাখা হয়েছে। বিশ্বব্যাপী এ সিরিজের উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড রাখার ফলে যেসব আকাশসেবা সংস্থা এগুলো ব্যবহার করে তাদের সমস্যায় পড়তে হয়েছে। কারণ ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড রাখার ফলে সংশ্লিষ্ট আকাশসেবা সংস্থাগুলোকে অনেক বুকিং বাতিল করতে হয়েছে।

এএইচ/এমএস

Advertisement