রাজনীতি

ফজলুল আজিমের বিরুদ্ধে হয়রানির অভিযোগ নারী এমপির

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের সঙ্গে মিলে নিজ দলের কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার পাশাপাশি বিভিন্নভাবে হেনস্তা করছেন বলে অভিযোগ তুলেছেন নোয়াখালী-৬ আসনের সরকার দলীয় নারী সংসদ সদস্য আয়েশা ফেরাদাউস।সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। নোয়াখালীর উন্নয়নে ভাটা পড়েছে অভিযোগ করে আয়েশা ফেরাদাউস বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত নবম সংসদের স্বতন্ত্র এমপি ফজলুল আজিম তার পরিবারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী মোহাম্মদ আলী নোয়াখালী-৬ আসনের তিন বারের নির্বাচিত এমপি। ২০০৮ সালের  নির্বাচনে ব্যাংক ঋণের কারণে তিনি নির্বাচন করতে না পারায় নিজেই নির্বাচন করেন। ওই নির্বাচনে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন ফজলুল আজিম। নির্বাচনে ভোট জালিয়াতি করে ২২ হাজার ভোট বেশি দেখিয়ে তাকে পরাজিত করা হয়।পরবর্তীতে উচ্চ আদালতের স্মরণাপন্ন হলে তার পক্ষেই রায় আসে। কিন্তু রায় পেতে পেতে নতুন নির্বাচনের সময় হয়ে এলে তিনি আর এমপি হতে পারেননি।পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে সরকারি দলের টিকিটে নির্বাচন করে এমপি নির্বাচিত হন তিনি। তখন থেকেই ফজলুল আজিম তার ও তার পরিবারের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হন বলে অভিযোগ করেন আয়েশা।আয়েশা ফেরদাউস বলেন, ওই এমপির ছত্রছায়ায় ফজলুল আজিম তার স্বামী মোহাম্মদ আলীকে ডাকাতদের গডফাদার বানানোর চেষ্টা করছে। অথচ ফজলুল আজিম নিজেই বিভিন্ন ডাকাতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা মামলায় জড়িত। বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে বলে জানান তিনি।ফজুলল আজিম তার অনুগত একজন সাংবাদিককে দিয়ে জাতীয় দৈনিকে ধারাবাহিক ভাবে প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি। ওই সাংবাদিক তার সঙ্গে কথা না বলেই পত্রিকায় তাকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে।তিনি অভিযোগ করেন, ফজলুল আজিম গং যৌথভাবে আমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হতে চায়। তারা কমিশন চায়। তা দেয়া হয়নি বলেই তার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। এ থেকে পরিত্রাণে সত্য ঘটনা প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান এই এমপি।এসএইচ/এসকেডি/এসআইএস/বিএ

Advertisement