লাওসকে হারিয়ে আসার পর ফিরতি ম্যাচে একটু সুবিধা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। অতিথি দলটিকে পরের রাউন্ডে জেতে হলে একাধিক গোলে জিততে হবে। বাংলাদেশের প্রয়োজন ড্র।
Advertisement
কিন্তু বাংলাদেশ কোচ জেমি ডে ড্রয়ের চিন্তা মাথায় আনছেন না। তিনি জয়ের জন্যই মাঠে নামবেন। তবে জয় পেতে খেলোয়াড়দের আরো ভালো খেলতে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি। কারণ, লাওসে জিতলেও দলের খেলায় তিনি পুরোপুরি সন্তুষ্ট নন।
ঢাকার ম্যাচের আগে শনিবার প্রথম অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছেলেদের নিয়ে অনুশীলন শুরুর আগেই মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন এ ইংরেজ।
জেমি ডে বলেছেন, ‘আমাদের জন্য দ্বিতীয় লেগটা ওতো সহজ হবে না। আমরা প্রতিপক্ষের মাঠে খেলে জিতেছি। কিন্তু আমার মনে হয় দ্বিতীয় লেগের ম্যাচটি কঠিন হবে। জিতলে হলে আমাদের ভালো খেলেই জিততে হবে।’
Advertisement
বাংলাদেশ কোচ সাফ চ্যাম্পিয়নশিপের উদারহণ টেনে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের পরের ধাপে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি। তাই লাওসের বিপক্ষে ফিরতি পর্বেও আমাদের ভালো খেলতে হবে। জিততে হবে। এটা ঠিক, প্রথম ম্যাচ জয়ের কারণে আমরা কিছুটা সুবিধা পাব।’
ঘরের মাঠের ম্যাচটিকে এত কঠিন কেন বলছেন? জেমির জবাব, ‘লাওস এখানে জয়ের জন্য আসবে। কেননা জয়টা তাদের দরকার। আমাদের নিশ্চিত করতে হবে ডিফেন্ড করা। তাদের মাঠে আমরা প্রথমার্ধে ভালো করিনি। তাদের কিছু বিপদজ্জনক খেলোয়াড়কে চিনি। প্রথম লেগে জেতার সুবিধাটুকু থাকলেও দ্বিতীয় লেগে আমাদের আরো পারফরম করতে হবে।’
জেমি ডে অ্যাওয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা প্রসঙ্গে বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। কিন্তু প্রথমার্ধে একটু চাপে ছিলাম। সেট পিসে আমাদের কিছু সমস্যা করেছিল। কিন্তু আমরা ভালোভাবে রক্ষণ সামলেছিলাম। দ্বিতীয়ার্ধে ভালো খেলে গোল করেছি। ছেলেরা যেভাবে জিতেছে আমি খুশি।’
লাওসকে হারানোর নায়ক রবিউল হাসানকে নিয়ে বেশ আশাবাদী জেমি ডে। শিষ্যকে নিয়ে বলছিলেন, ‘দারুণ খেলোয়াড় হওয়ার সম্ভবানা আছে তার। তবে তাকে উপলব্ধি করতে হবে যে, ধারাবাহিকতার মধ্যে থাকা দরকার। এজন্য আরও উন্নতি করতে হবে। অনেক করে ফেলেছি-এটা তার ভাবনায় আনলে চলবে না।’
Advertisement
আরআই/এমএমআর/এমএস