দেশজুড়ে

ফেলানীর বাড়িতে গিয়ে তার মাকে ভেড়া উপহার দিলেন নিবিড়

২০১১ সালে কুড়িগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তে নিহত ফেলানীর পরিবারের খোঁজ নিতে তাদের বাড়িতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়।

Advertisement

ঈদের ছুটিতে নিজ জেলা রংপুরে এসে গতকাল শুক্রবার রাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামে ফেলানী খাতুনের বাড়িতে ফেলানীর সাত সদস্যের অসহায় পরিবারের খোঁজ খবর নিতে আসেন তিনি।

এসময় মাহদী ফেলানীর মা জাহানারা বেগমকে একটি ভেড়া প্রদান করেন এবং ফেলানীর পাঁচ ভাই-বোনের পড়াশোনার ক্ষেত্রে সকল সহযোগিতার আশ্বাস দেন।

বর্তমানে ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম নুরু একটি মুদির দোকান দিয়ে পরিবারের সকল সদস্যের ব্যয় নির্বাহ করছেন।

Advertisement

ফেলানীর মা জাহানারা বেগম বলেন, এক সাংবাদিক বাজান আমার বাড়িতে আসি হামার খবর নিছে। হামাক ভেড়া দিছে, সাহস দিছে। ফেলানীর ভাই-বোন গুলাক দেখবেন।

এমএএস/এমএস