নুতন বেতন কাঠানো বাস্তবায়নের ক্ষেত্রে এ মুহূর্তে স্থায়ী পে-কমিশন গঠনের প্রয়োজন নেই বলে জানান, মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।তিনি আরো জানান, অবসরের সময়সীমার বিষয়টি আগে যা ছিল এখনো তাই থাকবে।বিজ্ঞানীরাও নতুন স্কেলে বেতন পাবেন উল্লেখ করে সচিব বলেন, কোন প্রতিষ্ঠান যদি বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের উদ্যোগ নেয় বা পরিচালনা করে, তাদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে, যার কোন সীমা নেই।এর আগে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।# তিন বাহিনীরা প্রধানরা পাবেন ৮৬ হাজার টাকা# সরকারের ব্যয় বাড়লো ১৫ হাজার কোটি টাকা# শতভাগ পেনশন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা# বিশেষ গ্রেডে যারা!# সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন# কোন গ্রেডে কত বেতন# এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন# গ্রেড অনুযায়ী যে হারে বাড়বে বেতন# নতুন পে-স্কেলে ২০ শতাংশ নববর্ষ ভাতা# বেতন বাড়বে চক্রবৃদ্ধি হারে# সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা# সর্বনিম্ন বেতন ৮ হাজার ২০০ টাকা# টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকছে না# মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে লাখ লাখ সরকারি কর্মচারীএমএএস/আরআইপি
Advertisement