জাতীয়

ঈদের চতুর্থ দিনেও হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়

পানিতে দুর্গন্ধ থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে রাজধানীর হাতিরঝিলের যেন জুড়ি নেই। তাই অবসর কাটাতে অনেকে ছুটে আসেন এখানে। বিভিন্ন উৎসবেও এর প্রভাব পড়ে। ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম ঘটেনি।

Advertisement

ঈদের দিন (৫ জুন) বৃষ্টি থামার পর থেকেই হাতিরঝিলে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। ঈদের পরদিন দর্শনার্থী সংখ্যা যেন আরও বেড়ে যায়। শুক্রবারও (৭ জুন) হাতিরঝিলে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শনিবার ঈদের চতুর্থ দিনেও হাতিরঝিলে দর্শনার্থীদের বেশ উপস্থিতি রয়েছে। তবে তা গত তিন দিনের তুলনায় কম।

শনিবার (৮ জুন) বিকেলে হাতিরঝিলে দেখা যায়, মেঘলা আকাশ, মৃদু বাতাস বইছে। বিকেলের লালচে রোদ কোথাও পড়ছে, আবার কোথাও পড়েছে ছায়া। আলো-ছায়ার এ খেলা যেন হাতিরঝিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ঝিলের ধারে ফুটেছে নানা রঙের ফুল। ঘন গাছপালা ও হালকা জঙ্গলে ঘিরে আছে ঝিলের চারপাশ। চারপাশেই রয়েছে অল্প-বিস্তর বসার সুবিধা। কেউ কেউ ঘন ঘাসের উপরই বসে সময় পার করছেন।

শ্যামলী থেকে আসা আব্দুর রাজ্জাক ছোট্ট তিন ভাগ্নে, বোনের স্বামী ও ছোট ভাইকে নিয়ে নিয়ে ঝিলে এসেছেন। তিনি বলেন, ‘এবার ঈদে গ্রামে যাওয়া হয়নি। তাই পরিবারের সবাই মিলে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছি। এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ দেখেছি, জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকাও ঘুরে দেখেছি। আজ হাতিরঝিল এসেছি।’

Advertisement

পিডি/এএইচ/এমএস