খেলাধুলা

দেশে ফিরেই অনুশীলনে নেমে পড়লেন জামাল ভূঁইয়ারা

হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ মানেই ১৮০ মিনিটের লড়াই। যে লড়াইয়ের এক অর্ধ শেষ। বাংলাদেশ এগিয়ে ১-০ গোলে। কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচ লাওসের মাঠে তাদের হারিয়ে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায়।

Advertisement

তবে অর্ধেক কাজ এখনো বাকি। ১১ জুন ঢাকায় বাকি কাজ সফলভাবে শেষ করলেই লাল-সবুজ জার্সিধারীরা উঠে যাবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে।

ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে লাওস। তবে বেশি নয়, চার ধাপ। এক কথায় দক্ষিণ এশিয়ার ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ দুটি প্রায় সমশক্তির। যে কোনো ম্যাচের ফল যেতে পারে যে কোনো দলের পক্ষে।

তাই তো লাওসকে হারিয়ে এসেও সতর্ক বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। আসল লক্ষ্য পূরণের আগে জেমির মুখে নেই তৃপ্তির ছাপ। এমন কি খেলোয়াড়দের মুখেও নয়।

Advertisement

লাওসকে হারিয়ে ঢাকায় ফিরেই আবার অনুশীলনে নেমে পড়েছেন জামাল ভূঁইয়ারা। শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েছেন জেমি। অনুশীলন শুরুর আগে কোচ জেমি এবং অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, তাদের কাজ এখনো শেষ হয়নি।

প্রতিপক্ষের মাঠে জয়ের পর ঘরের মাঠে বাংলাদেশের প্রয়োজন ড্র। তবে কোচ অধিনায়ক কেউই ড্রয়ের লক্ষ্যে খেলার পক্ষে নন। তারা জয়ের জন্যই মাঠে নামবেন।

আরআই/এমএমআর/এমএস

Advertisement