দেশজুড়ে

কুমিল্লা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লা ইপিজেডের বিএমটি ইন্টারন্যাশনাল নামের একটি জ্যাকেট কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এ বিক্ষোভ-মিছিল করে শ্রমিকরা।শ্রমিকরা জানায়, গত কয়েক মাস যাবত কারখানার শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে মালিকপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা চলে আসছিল। এরই জের ধরে রোববার কারখানার নিরাপত্তা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা বাড়ি ফেরে যায়। কিন্তু সোমবার সকালে ইপিজেড গিয়ে বিএমটি ইন্টারন্যাশনাল কারখানাটি বন্ধ পায় শ্রমিকরা। গেটে কারখানা অনির্দিষ্টকাল বন্ধের নির্দেশিকা দেখে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে তারা মিছিল নিয়ে কুমিল্লা মহানগরীর কান্দির পাড়ে এসে সমাবেশ করে বকেয়া বেতন-বোনাসের দাবি জানায় শ্রমিকেরা। এ বিষয়ে বিকেলে কুমিল্লা ইপিডেজের জিএম মো. মেহেবুব আলী জানান, `কারখানায় ৩২৭ জন শ্রমিক ছিল, এরই মধ্যে অনেক শ্রমিক অন্য কারখানায় চলে গেলেও তাদের বকেয়া বেতন-ভাতা ও বোনাসের জন্য দুই দিন ধরে আন্দোলন করে আসছে। শ্রমিকদের স্বার্থে তাদের ন্যায্য বকেয়া পরিশোধে বেপজা কর্তৃপক্ষ চেষ্টা অব্যাহত রেখেছে।` কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

Advertisement