পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ হাউজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় সময় শুক্রবার (৭ জুন) বিকেল ৪টায় এই অনুষ্ঠান শুরু হয়।
Advertisement
এতে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে লিসবনসহ পর্তুগালের বিভিন্ন শহরে বসবাসরত নারী-পুরুষ ও শিশুসহ ২ শতাধিক বাংলাদেশি উপস্থিতি ছিলেন।
লিসবনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক ও তার সহধর্মিনী মিসেস রীমা আরা অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
এ সময় বাংলাদেশ হাউজ চত্বর রূপ নেয় একখণ্ড মিনি বাংলাদেশে। অসংখ্য পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় বাংলাদেশিদের মিলনমেলায়।
Advertisement
অনুষ্ঠানে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও প্রবাস জীবনের নানান সুখ-দুঃখের কথা ভাগাভাগি করেন। উপস্থিত সকলেই বাংলাদেশ দূতাবাসের এমন উদ্যোগে সাধুবাদ জানান এবং সামনের দিনগুলোতে এর ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করেন। বছরে অনন্ত একটি দিন ভাল কাটার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এমএমজেড/এমএস