আকাশে উড়ার সময় যুদ্ধবিমান থেকে খসে পড়ল জ্বালানি ট্যাঙ্ক। ভারতের গোয়া বিমানবন্দরে রানওয়েতে ওই ট্যাঙ্ক পড়ার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। পরে কয়েক ঘণ্টার জন্য গোয়া বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠা-নামা বন্ধ করে দেয়া হয়। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
Advertisement
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২ টার দিকে।বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়ন করেছিল একটি ‘মিগ-২৯ কে’ যুদ্ধবিমান। আকাশে ওড়ার সময় বিমানটি থেকে জ্বালানি ট্যাঙ্ক হঠাৎ খসে পড়ে।
আরও পড়ুন : ১০ বছর বয়সে বিক্ষোভ করায় কিশোরের শিরশ্ছেদ করছে সৌদি
রানওয়েতে আছড়ে পড়ার পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বিমানবন্দরের একাংশে। তবে যুদ্ধবিমানটির কোনো ক্ষতি হয়নি। নৌবাহিনী বলছে, গোয়া বিমানবন্দরে শিগগিরই বিমান চলাচল শুরু হবে।
Advertisement
এসআইএস/এমএস