শিক্ষা

দেশের স্বার্থ নিয়ে ভাবা উচিত : আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, নিজেদের স্বার্থ না ভেবে দেশের স্বার্থ নিয়ে ভাবা উচিত। কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে একটা নির্দিষ্ট সময়েই তা নিতে হবে। কোনো নির্দিষ্ট ব্যাচের কথা চিন্তা করে সার্বিক সিদ্ধান্ত নেওয়া যাবে না।রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার ফলে সদ্য পাস হওয়া শিক্ষার্থীদের যে দুরবস্থা হয় তার দায়িত্ব কে নেবে? এখন বলা হচ্ছে এবার যারা পরীক্ষা দিল তাদের কী হবে? সামনের বছর বলা হবে, ১৫ সালে যারা পরীক্ষা দিল তাদের কী হবে? সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আশায় এ বছর ৪০০ সিট খালি হয়ে যাবে। যেখানে একটি সিটের জন্য প্রায় ৪০০ ছাত্র প্রতিযোগিতা করে, সেখানে ৪০০ সিট খালি থাকাটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। গণমাধ্যমে একবার পরীক্ষা নেওয়ার সুফল তুলে ধরার আহ্বান জানান তিনি।এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচজনকে আটক করে পুলিশ।গত শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছে। ওইদিন সকাল ১০টা থেকে টিএসসির সামনে অবস্থিত রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ শুরু করে।প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

Advertisement