দেশজুড়ে

ফেনসিডিলসহ যুবককে ধরে পুলিশে দিল জনতা

নওগাঁর মান্দায় ১৫০ বোতল ফেনসিডিলসহ জুয়েল রানা (১৮) নামে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চকবালু এলাকার ডিজিটাল মোড় থেকে তাকে আটক করা হয়।

Advertisement

আটক জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের বাগিচাপাড়ার একরামুল হকের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল রানা অ্যাপাসি ১৫০ সিসি (গোপালগঞ্জ ল-১১১৩৮৮) মোটরসাইকেল যোগে পেছনে একটি বস্তা নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথি মধ্যে ডিজিটাল মোড়ে সকাল সাড়ে ৮টার দিকে গরুর বাছুরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পরে যান জুয়েল রানা। এ ঘটনায় গরুর বাছুরটি মারা যায় এবং বস্তা ছিড়ে ফেনসিডিল রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, জুয়েল বস্তায় করে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় ফেনসিডিল বেরিয়ে পড়ে এবং কয়েকটি বোতল ফেটে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জুয়েল রানা একজন মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।

Advertisement

আব্বাস আলী/আরএআর/এমকেএইচ