আন্তর্জাতিক

কলকাতার জগন্নাথ ঘাটে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

কলকাতার জগন্নাথ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Advertisement

জিনিউজ ও আনন্দবাজার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। এর ফলে আগুন ছড়িয়ে পড়ার আর সম্ভাবনা না থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সারাদিন লেগে যেতে পারে বলে জানা গেছে।

জগন্নাথ ঘাটের ওই রাসায়নিক গুদামটি পোর্ট ট্রাস্টের। একটি সংস্থাকে সেটি ভাড়া দেওয়া হয়েছিল। গুদামটি যেখানে অবস্থিত ওই এলাকা ঘন বসতিপূর্ণ। রেললাইনের পাশে বহু ঝুপড়ি রয়েছে। সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ওই রাসায়নিক গুদামের পাশে নিয়মিত নেশাগ্রস্তদের আড্ডা বসে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের বিড়ি বা সিগারেট থেকেও আগুন লেগে থাকতে পারে বলে সন্দেহ তাদের। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

Advertisement

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। সেখানে পরিস্থিতির তদারকি করছেন তিনি। ঘটনাস্থলে রয়েছেন দমকল ডিজি জগমোহনও।

তবে এখনও পর্যন্ত আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছনো যায়নি। বরং গুদামে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ফাটল ধরেছে গুদামের ছাদেও।

এর ফলে ধসে পড়েছে ছাদের একাংশ। গঙ্গার হাওয়ায় কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়েছে চারদিকে।

গুদামের ভেতর থেকে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।

Advertisement

এসএইচএস/এমকেএইচ