মানিকগঞ্জের শিবালয়ে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল আরও এক ছাত্রী। শুক্রবার রাতে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ নবম শ্রেণির ওই ছাত্রীর (১৪) বিয়ে বন্ধ করে দেন।
Advertisement
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ জানান,উপজেলার উথলী ইউনিয়নের কৃঞ্চদিয়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের প্রস্ততি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশসহ ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়। এ সময় মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার বিষয়ে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন তিনি।
এর আগে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর ও হরিরামপুরে আরও তিন ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে চার বাল্য বিয়ে বন্ধ হলো।
বি.এম খোরশেদ/আরএআর/এমকেএইচ
Advertisement