দেশজুড়ে

আগুন নেভাতে গিয়ে টোলের জন্য আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

বঙ্গবন্ধু সেতুতে বাসে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু টোল পরিশোধ না করায় ফায়ার সার্ভিসের গাড়ি বঙ্গবন্ধু সেতুতে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

Advertisement

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফেরদৌস বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন দিয়ে বাসে আগুন লাগার ঘটনা ও সংবাদদাতার ০১৭৩৫৬৩৭৭৯৪ মোবাইল নম্বরটি দেয়া হয়। আমরা ওই নম্বরে যোগাযোগ করে ঘটনা নিশ্চিত হই। পরে ঘটনাস্থলে পৌঁছাতে সেতু টোল প্লাজায় গেলে টোল ছাড়া গাড়ি প্রবেশে বাধা দেয় কর্তৃপক্ষ। বেশ কিছুক্ষণ অপেক্ষা ও সেতু কর্তৃপক্ষকে অনুরোধ করার পরও ঢুকতে পারিনি। পরে আমরা ফিরে আসি।

তবে বঙ্গবন্ধু সেতুতে কোনো গাড়িতে আগুন লাগার বিষয়টি নাকচ করে দেন টোল প্লাজার পাভেল নামে এক কর্মী।

তিনি বলেন, সিসি ক্যামেরায় সেতুতে কোনো গাড়িতে আগুন লাগার বিষয় ধরা পড়েনি। তাই যেতে হলে টোল দিয়েই যেতে হবে।

Advertisement

ফায়ার সার্ভিসের গাড়ির টোল আদায় প্রসঙ্গে আইন কি বলে- এমন প্রশ্নে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে ব্যবহৃত সফটওয়ার সার্ভিস প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জিয়াউল আহসান সরওয়ার বলেন, নীতিমালায় বলা আছে, রাষ্ট্রপতি ছাড়া সবার গাড়ির টোল দিতে হবে। পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স যাই হোক কোনো গাড়ির বিষয়ে শিথিলতা নেই।

আরএআর/এমকেএইচ