বিনোদন

আত্মহত্যা প্রতিরোধে সক্রিয় আসিফ

‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ ১০ সেপ্টেম্বর । মাজিক সংগঠন ইন্দ্রিয় দিবসটিকে কেন্দ্র করে নানা আয়োজনেরর পরিকল্পনা করেছে। এই আয়োজনে মধ্যে রয়েছে র‌্যালি ও মানববন্ধন। আর এতে যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই আয়োজনটির সঙ্গে যুক্ত হয়েছি। আত্মহত্যা কখনই সমস্যার সমাধান হতে পারে না। হতাশা, অভিমান, ব্যর্থতা, অপমান, ঝগড়া, দাম্পত্য কলহসহ নানাবিধ কারণে মানুষ আত্মহত্যা করছে। সংগ্রাম করে আত্মবিশ্বাসের সাথে বেঁচে থাকার নামই জীবন। জীবনে অনেক ভয়াবহ দুর্যোগ আসতেই পারে, সেটারও একটা সমাধান কোথাও না কোথাও আছে।’দিবসটির আয়োজন সম্পর্কে বলেন, ‘১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় শাহবাগ থেকে একটি র‌্যালি শুরু হয়ে প্রেস ক্লাবে এসে শেষ হবে। এ ছাড়া দেশবাসীর কাছে আবেদন থাকবে একইদিন সন্ধ্যায় সবাই যেন ঘরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আত্মহত্যাকে না বলেন।’আসিফ আরও বলেন, ‘২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে মোট আত্মহত্যার পরিমাণ ছিল ৬৫ লাখ। প্রতিবছর গড়ে আত্মহনন করে ১০ হাজার ৪৮৪ জন, পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে ২৮ জন। বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম, সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে ২১ থেকে ৩০ বছরের মধ্যে আত্মহত্যাকারীর সংখ্যা ৭৫ শতাংশ। আমি এ সব তথ্য পেয়ে রীতিমত আতঙ্কিত। যুদ্ধেও এত মানুষ মারা যায় না।’দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আসিফ এও বলেন, ‘সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আত্মহত্যাবিরোধী চেতনা ছড়িয়ে দিন দেশব্যাপী। সবার ঐকান্তিক চেষ্টা থাকলে সফলতা আসবেই।’এলএ/আরআইপি

Advertisement