দেশজুড়ে

পিস্তলসহ আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়া শহরের ফুলতলা-শাকপালা এবং শহরতলীর রানীরহাট এলাকার ত্রাস আওয়ামী লীগ নেতা ইনছান আলীকে (৩৩) আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। সোমবার সকালে শাজাহানপুর থানার আশেকপুর ইউনিয়নের জোড়া মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ইনছান আলী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ফুলতলা-শাকপালা এবং শহরতলীর রানীর এলাকায় জমি দখল থেকে শুরু করে মাদক ব্যবসা ও নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল ইনছান। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও অস্ত্রের ব্যবসা করারও অভিযোগ আছে। তিনি আরো জানান, পরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ইনছানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ২৬ রাউন্ড তাজা গুলি, ১০টি  চাপাতি, ১০০ পিস ইয়াবা এবং ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওসি জানান, শহরের ফুলতলা এলাকার যুবলীগের দুই সন্ত্রাসী শাহিন ও মজনু খুন হওয়ার পর ইনছান আশেপাশের এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রক ছিলেন। জায়গা-জমি, কেনা-বেচা, বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করতো ইনছান ও তার সহযোগিরা। আর এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।লিমন বাসার/এআরএ/আরআইপি

Advertisement