খেলাধুলা

লোগো নিয়ে আইসিসির আপত্তি, ভারত বলল ‘সরাব না’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিতর্কের জন্ম দেন ভারতের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে সেনাবাহিনীর লোগো থাকা গ্লাভস পড়ে মাঠে নামেন। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছ থেকে তুমুল প্রশংসা পাচ্ছেন এই উইকেটকিপার।

Advertisement

তবে প্রশংসা পেলেও ধোনির এই লোগোসহ গ্লাভস পড়ে খেলতে নামায় আপত্তি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এ নিয়ে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেন, ‘আমরা বিসিসিআইকে অনুরোধ করেছি ধোনির গ্লাভস থেকে যেন সে প্রতীক সরিয়ে দেয়া হয়।’

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ধোনির গ্লাভস থেকে সেই লোগো সরানো হবে না। আগামী ম্যাচগুলোতেও সে এই লোগোসহ গ্লাভস পড়েই খেলবেন। তাদের দাবি, লোগোটা সেনাবাহিনীর কোন প্রতীক চিহ্নকে নির্দেশ করে না। এই বিষয়ে ক্লিয়ারেন্স পেতে আইসিসিকে অনুরোধ করা হয়েছে বলে জানান বিসিসিআইয়ের চীফ এডমিনিস্ট্রেটর ভিনোদ রায়।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে ভিনোদ বলেন, ‘ইতিমধ্যেই আমরা এই বিষয়ে ক্লিয়ারেন্স পেতে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠিয়েছি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ই ধর্ম, সেনাবাহিনী এবং বাণিজ্য সংক্রান্ত কোনো লোগো নিয়ে মাঠে নামতে পারবে না। ধোনির গ্লাভসে এমন কিছুই নেই বলে আমরা জানি। তাই সে আইসিসির কোনো নিয়মকানুন ভঙ্গ করেনি। গ্লাভস থেকে সেই লোগো সরানো হবে না।’

Advertisement

এই বিষয় নিয়ে বিসিসিআইয়ের প্রধান নির্বাহী ইংল্যান্ডে গিয়ে আইসিসির উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বলবেন বলে জানান ভিনোদ। তিনি বলেন, ‘আমার মনে হয় আইসিসি থেকে আবেদন করা হয়েছে এই লোগোটা সরানোর জন্য। কোন আদেশ নয়। আমরা যতদূর জেনেছি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি আইসিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলবেন।’

এএইচএস/এমএমআর/এমকেএইচ