প্রায় দুই সপ্তাহ আগে জাতীয় ফুটবল দলের সদস্যরা যখন কন্ডিশনিং ক্যাম্প করতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন, তখন তাদের চোখেমুখে ছিলো আত্মবিশ্বাসের ছাপ।
Advertisement
লাওসকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করার দৃঢ়তা ছিল মনে। দেশবাসীকে আশার যে বাণী শুনিয়ে গিয়েছিলেন, সে প্রত্যাশা পূরণ করেই শনিবার দুপুরে দেশে ফিরছে জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার লাওসের ভিয়েনতিয়ানে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে লাওসকে হারিয়ে পরের রাউন্ডে ওঠার ৭৫ ভাগ কাজ এগিয়ে রেখেছে। ১১ জুন ঢাকায় হোম ম্যাচ। এ ম্যাচ না হারলেই বাংলাদেশ জায়গা করে নেবে বাছাইয়ে এশিয়া অঞ্চলের শীর্ষ ৪০ দেশের মধ্যে।
ম্যাচের পর দিন শুক্রবার জামাল ভূঁইয়ারা রিকভারি সেশন করেছেন হোটেলেই। জিম আর সুইমিং করেছেন জাতীয় দলের ফুটবলাররা।
Advertisement
আজ (শুক্রবার) রাত সাড়ে ৮ টায় লাওস ত্যগ করবে বাংলাদেশ দল। থাইল্যান্ড হয়ে শনিবার দুপুর ১ টার দিকে ঢাকায় পা রাখবে লাওসবধ করা জাতীয় ফুটবল দল।
আরআই/এমএমআর/এমকেএইচ