দেশজুড়ে

বৈরী আবহাওয়াতেও কুয়াকাটায় উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের ছুটিতে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র সৈকতের মনোরম সৌন্দর্য উপভোগে ছুঠে এসেছেন তারা। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, বৈরি আবহাওয়ার মধ্যেই সমুদ্র সৈকতে তিল ধারণের ঠাঁই নেই। চারদিকে পর্যটক। সৈকতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা ভ্রমণপিপাসুরা। তবে সমুদ্রে গোসল করার ক্ষেত্রে পর্যটকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সমুদ্র পাড়ে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশ।

বরিশাল থেকে আগত পর্যটক সাগর জানান, প্রতিবারের মতো এবারও ঈদে বন্ধুদের নিয়ে সাগরকন্যা কুয়াকাটায় ঘুরতে এসেছেন। এবার খাবারের দামটা একটু বেশি মনে হয়েছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশের টহল রয়েছে চোখে পড়ার মতো।

ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, দুটি মোবাইল টিম বিচে ওয়াটার বাইকে সার্বক্ষণিক টহলে থাকবে। এছাড়া অন্য পর্যটন এলাকাতেও সার্বক্ষণিক টহলে থাকবে একটি টিম। পর্যটকদের নিরাপত্তায় ফায়ার সার্ভিসের টিমও কাজ করছে।

Advertisement

এদিকে এবার ঈদে পর্যটক বরণে এখানকার হোটেল, মোটেল, গেস্ট হাউস নতুন সাজে সাজানো হয়েছে।

এছাড়াও সৈকতের পূর্ব প্রান্তে গঙ্গামতির চর, পশ্চিম পাশে লেবুর চর, নারিকেল বীজ ফয়েজ মিয়ার বাগান ইকোপার্ক, ফাতরার চর, লালদিয়া হরিণবাড়িয়া সোনাকাটা ইকোপার্ক সংরক্ষিত বনাঞ্চল, সীমা বৌদ্ধ বিহার, মিস্ত্রি পাড়া বৌদ্ধ মন্দির ও বৃহত্তর আলীপুর বন্দরে বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

Advertisement