রাজনীতি

গুম আতঙ্কে সায়েমের পরিবার

কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ সায়েমকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করার গুম আতঙ্কে ভুগছে তার পরিবার। সোমবার বিকেলে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সায়েমের পরিবারের সদস্যরা।আতঙ্কের কথা প্রকাশ করে সায়েমের মা হনুফা বেগম বলেন, সায়েমের সঙ্গে জিয়া পরিষদের থানা আহ্বায়ক খোরশেদ আলমকে রোববার আটক করেছিল পুলিশ।  সোমবার খোরশেদ আলমকে পুলিশ আদালতে হাজির করলেও আমার ছেলেকে এখনও থানায়ই রাখা হয়েছে।তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, সকালে থানার ভিতরে র্যাব-১০ এর দুটি গাড়ি দেখে আমরা আতঙ্কে ভুগছি, আমার ছেলেকে হয়তো তারা গুম করে ফেলবে।হনুফা বেগম বলেন, শুধু রাজনীতির বাইরে আমার ছেলে আর কিছু করতো না। সে চোরও না ডাকাতও না। তার নামে কোনো অভিযোগ থাকলে তাকে আদালতে পাঠানো হোক। সে দোষী হলে আদালত তার বিচার করুক। আমি আবেদন জানাই আমার ছেলেকে যেনো আদালতে হাজির করা হয়। তাকে যেনো বাঁচিয়ে রাখা হয়।তিনি তার ছেলেকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।এসময় আটক সায়েমের স্ত্রী শিউলী বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার তিনটি সন্তান রয়েছে । ছোট বাচ্চাটির বয়স মাত্র ৬মাস। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাই আমাদের বাচ্চাদের বাবাকে তাদের কাছে ফিরে দেয়া হোক। তাকে বাঁচিয়ে রাখা হোক। তাকে আদালতে হাজির করা হোক।তিনি বলেন, রোববার বিকেলে আমার স্বামীর সঙ্গে খোরশেদ নামে আর এক জনকেও আটক করা হয়। আজ খোরশেদকে আদালতে হাজির করা হলেও আমার স্বামীকে এখনও থানায়ই রাখা হয়েছে। যে কারণে আমরা আতঙ্কে ভুগছি যে তাকে না মেরে ফেলা হয়। এসময় আটক সায়েমের ভাই মো. জাবেদ  ও স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু উপস্থিত ছিলেন।এমএম/এসকেডি/আরআইপি

Advertisement