ঈদের দিন বৃষ্টি থাকায় রাজধানীর লোকজন খুব একটা বের হতে পারেনি। তবে পরের দিন (বৃহস্পতিবার) সকাল থেকে বৃষ্টি না হওয়াই হালকা গরম ঠান্ডা মেশানো আবহাওয়ার মধ্য সকাল থেকে দলে দলে লোকজন বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে গেছেন।
Advertisement
এর মধ্যে শাহবাগের শিশুপার্ক, জাতীয় জাদুঘর, বিজয় সরণির নভোথিয়েটার ও সামরিক জাদুঘর অন্যতম। তবে শিশুপার্ক এবং বাংলাদেশ সামরিক জাদুঘরে আধুনিকায়নের কাজ চলছে তাই এ দুটি প্রতিষ্ঠান বন্ধ ছিল।
কিন্তু রাজধানীর তেজগাঁও অঞ্চলের বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার একমাত্র শিক্ষামূলক বিনোদন প্রতিষ্ঠান ঈদের মধ্যেও বন্ধ থাকায় হাজার হাজার মানুষ ফিরে গেছে নভোথিয়েটারে গেট থেকে।
এ ছাড়া শাহবাগের জাতীয় জাদুঘর ঈদের পরের দিন সপ্তাহিক ছুটির হিসেবে বন্ধ ছিল। সেখান থেকেও হাজার হাজার মানুষ রাগ আর ক্ষোভ নিয়ে ফিরে গেছে। বিনোদনমূলক প্রতিষ্ঠান ঈদের সময় বন্ধ থাকায় বিনোদনপ্রেমী দর্শককদের অনেকে বলছেন ঈদের সময় মানুষ একটু ঘুরে ফিরে দেখবে তাও হবে না। তাদের এসব প্রতিষ্ঠান বন্ধ করে রাখার কারণ কী।
Advertisement
স্ত্রী-সন্তানদের নিয়ে নভোথিয়েটারে আসা আশরাফ আলী ক্ষোভের সঙ্গে তার মেয়েকে উদ্দেশ্য করে বলেন, ‘এই শহরে তো ঘোরাঘুরির জায়গাই কম। তার ওপর ঈদের সময় এসব বিনোদনকেন্দ্র বন্ধ রাখার কোনো মানে হয় না। অন্যান্য সময় ব্যস্ত থাকায় আসতে পারিনি বলে ঈদের ছুটির সময় আসলাম। কিন্তু এসে দেখি নভোথিয়েটার বন্ধ।
১২ বছর বয়সী মেয়ে এখন বায়না ধরেছে লালবাগ কেল্লা যাবে। বাবা বলছেন ওখানে গিয়ে কি দেখবে দেখার কিছু আছে? তবে, জাতীয় জাদুঘর ও নভোথিয়েটার আগামীকাল খোলা হবে। নভোথিয়েটার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে।
জাতীয় জাদুঘরও একই দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। তবে ঈদ উপলক্ষে বিশেষ কোনো ব্যবস্থা বা খোলা এবং বন্ধ করার জন্য সময়সূচি নিয়ে ভিন্ন চিন্তা করতে পারেন কর্তৃপক্ষ।
Advertisement
এদিকে, শাহবাগের শিশুপার্ক ও বাংলাদেশ সামরিক জাদুঘর আধুনিকায়নের কাজ থাকায় এসব কাজ শেষ না হওয়া পর্যন্ত পার্ক এবং জাদুঘর বন্ধ থাকবে।
এফএইচ/এমআরএম