আন্তর্জাতিক

অভিবাসী সংকট মোকাবেলায় জার্মানির অর্থ তহবিল

অভিবাসীদের চাপ সামলাতে জার্মানির স্থানীয় সরকারগুলোকে বাড়তি তহবিল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অভিবাসনপ্রত্যাশীদের সহায়তা করতে তিন বিলিয়ন ডলারের তহবিল গঠনের কথা জানানো হয়েছে। খবর বিবিসির। একই সঙ্গে আশ্রয়প্রার্থীদের আবেদন দ্রুত বিবেচনা করা, আশ্রয় প্রাপ্তদের বাসস্থান এবং নগদ সহায়তা দেয়ার কথাও বলা হয়েছে। জোট সরকারের অংশীদারদের সাথে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের পাঁচ ঘণ্টা ব্যাপী এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়েছে।এদিকে দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জার্মানির সীমান্তগুলো খুলে দিয়ে বিপদজ্জনক নজির তৈরি করেছেন বলে মন্তব্য করছেন অনেক সমালোচক।জার্মানিতে রোববার পর্যন্ত অন্তত এক হাজার ৮০০ অভিবাসী পৌঁছেছে। রাজনৈতিক আশ্রয় নীতি শিথিল করে অস্ট্রিয়া ও হাঙ্গেরির সঙ্গে একটি চুক্তির পর জার্মানি তাদের সীমান্তগুলো খুলে দিয়েছে।তবে অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ার্নার ফায়মান বলেছেন, অভিবাসীদের জন্য নেয়া জরুরি পদক্ষেপ শেষ করা হবে। এছাড়া ধাপে ধাপে আগে সীমান্তে যে কঠোর অবস্থা ছিল তা আবারো বহাল করা হবে। এর আগে হাঙ্গেরি অভিবাসনপ্রত্যাশীদের পশ্চিম ইউরোপে যাওয়ার ক্ষেত্রে অবরোধ আরোপ করে। তবে শুক্রবার অবরোধ তুলে নিয়ে অভিবাসনপ্রত্যাশীদেরকে অস্ট্রিয়ার সীমান্তে যেতে সহায়তা করে দেশটি।এসআইএস/আরআইপি

Advertisement