নব্বই দশকে যে কজন অভিনেতা দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তাদের একজন সমু চৌধুরী। শহুরে রুক্ষ যুবক কিংবা গ্রামীন গল্পের বেপরোয়া প্রেমিক, নানা চরিত্রে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন।
Advertisement
সমু চৌধুরী কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। নেগেটিভ চরিত্রে তাকে লুফে নিয়েছিলো দর্শক। একজন জাত অভিনেতার মতোই তিনি হাজির হতেন পর্দায়।
আজকাল আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না তাকে। শোবিজ থেকে অনেকটা আড়ালেই দিন কাটান তিনি।
তবে চলতি ঈদে তাকে দেখা গেল নাটকে অভিনয় করতে। তিনি দীপ্ত টিভিতে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ একক নাটক ‘একজন আগন্তক’- কাজ করেছেন।
Advertisement
নাটকটি রচনা করেছেন এ এইচ এম এনামুল হক ও পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। এতে সমু চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, রাজ ঘোষ, মাসুদ মহিউদ্দিন, শফিউল আলম বাবু, আফসানা হক এবং অর্ঘ।
নাটকটি আজ ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় দীপ্ত টিভিতে প্রচার হবে।
পরিচালক জানান, এর গল্পে দেখা যাবে আমজাদ সাহেব একজন সজ্জন ব্যাক্তি। দীর্ঘদিন সরকারী চাকরি করে বর্তমানে অবসর জীবনে আছেন। স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন।
স্বচ্ছল বলতে যা বোঝায় সে রকম না, কিছুটা টানা পোড়েন সংসারে লেগেই আছে। মাঝে মাঝে সংসারের টুকিটাকি বিষয় নিয়ে কিছুটা বাক বিতন্ডা ছাড়া তারা বেশ সুখী পরিবার।
Advertisement
এক রাতে বিদ্যুৎ চলে গেলে ঘরের প্রধান ফটকে কড়া নাড়ার শব্দ হয়। স্ত্রী রাহেলা বেগম মোমের আলোয় দরজা খুলে দেখেন একজন আগন্তক দাঁড়িয়ে। কিছু বলার আগেই ভদ্রলোক বিনয়ের সাথে তার সম্ভাব্য বিপদের কথা জানিয়ে এক রাতের জন্য আশ্রয় চান। আশ্রয় দেয়া হয় তাকে।
ছেলে হুমায়ুন লোকটার কথা বার্তা ও চাল চলনে বেশ অবাক হলেও খুব স্বল্প সময়ে তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। বড় মেয়েও আগন্তকের কর্মকান্ডে বিমোহিত হয়ে পড়ে। গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারতো। কিন্তু না, ঘটনা মোড় নেয় অন্যদিকে। পরিবারের সবাই একে অপরকে সন্দেহ করতে থাকে আগন্তককে ঘিরে। ঘটতে থাকে একের পর এক রোমাঞ্চকর ঘটনা। ভিন্ন স্বাদের ফ্যান্টাসি ঘটনা নিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।
এলএ/পিআর