দেশজুড়ে

লিচু বাগানে ঘরজামাইয়ের ঝুলন্ত লাশ

লিচু বাগানে ঘরজামাইয়ের ঝুলন্ত লাশ

নাটোর শহরের দিয়ারভিটা এলাকার একটি লিচু বাগান থেকে মিন্টু হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার তেলকুপি গ্রামের বুলবুল আহমেদের ছেলে মিন্টু দিয়ারভিটা এলাকায় তার শ্বশুর আব্দুল মজিদের বাড়িতে ঘরজামাই থাকতো। গত রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেনি। ভোরে এলাকাবাসী লিচু বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মৃত্যুর কারণ উদঘাটন করতে মরদেহটি ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে এর প্রকৃত কারণ জানা যাবে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

Advertisement