আসর শুরুর আগে চারিদিকে গুঞ্জন, এবারের বিশ্বকাপে সাড়ে তিনশ রান না করলে জেতা যাবে না ম্যাচ। কিন্তু মাত্র ২৪৪ রান করেও ম্যাচ জমিয়ে তোলা যায় সেটিই করে দিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ জমালেই বা কী? কাজের কাজ তো আর হয়নি।
Advertisement
দারুণ লড়াই করেও বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাত্র ২ রানের জন্য হেরেছে বাংলাদেশ দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো শুরুর পরেও স্কোরবোর্ডে জমা হয়নি ২৪৪ রানের বেশি। যা ডিফেন্ড করতে নেমে বোলারদের প্রাণপন চেষ্টার পরেও ফল নিজেদের পক্ষে রাখতে পারেনি বাংলাদেশ।
অথচ আর ২০ রান হলেও হয়তো ম্যাচের পাল্লা ঝুঁকে থাকতো টাইগারদের দিকে। ম্যাচ শেষে যা জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেই। ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়েও বড় রান করতে না পারাকেই দায়ী করেছেন মাশরাফি।
ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আজকের উইকেটটা ভালো ছিল। তবে আমরা ২০-৩০ রান কম করেছিলাম। আউটফিল্ডটা স্লো ছিলো। আমি মনে করি আমরা অনেক বেশি উইকেট হারিয়েছি, বিশেষ করে ব্যাটসম্যানরা সেট হয়ে ফিরে যাচ্ছিল সাজঘরে।’
Advertisement
এসময় ৯১ বলে ৮২ রান করে ম্যাচসেরার পুরষ্কার জেতা টেলরকেও তার প্রাপ্য কৃতিত্ব দেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই, কৃতিত্ব অবশ্যই টেলরের। সে সেট ব্যাটসম্যান ছিল। শেষের দিকে আমরাও জানতাম যে উইকেট নিতে হবে। তবে কৃতিত্ব অবশ্যই তাদের, চাপের মুখে ম্যাচ বের করে নিয়েছে।’
খুব কাছে গিয়ে ম্যাচ হারলেও আশাহত হচ্ছেন না মাশরাফি। বরং জানিয়েছেন পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে তার দল, ‘আমাদের এখনো ৭ ম্যাচ বাকি রয়েছে। আমাদের একটি একটি করে ম্যাচ ধরে ভাবতে হবে। আশা করি আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবো।’
এআরবি/এসএএস
Advertisement