নারিকেল গাছে ওঠা কিন্তু সহজ কাজ না। মসৃণপ্রায় গাছটিতে উঠলে গেলে পিছলে পড়ে যেতে হয়। বিশেষ উপায় ছাড়া নামতে গেলে কিন্তু বিপত্তি। তবে ভারতের এক কৃষক নারিকেল গাছে ওঠা সহজ করে দিলেন তার উদ্ভাবনের মাধ্যমে। বাইক চালিয়ে গাছের মগডালে উঠতে পারেন তিনি।
Advertisement
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুপারি গাছের কাছে মোটর বাইকের মতো হ্যান্ডেল লাগানো ছোট্ট একটা বাহন, লুঙ্গি পরা এক কৃষক এসে সেই বাইকে বসলেন। তারপর চালানো শুরু করেন সেই বাইক। চোখের পলকে অনায়াসে কৃষককে নিয়ে সেই বাইক উঠে গেল সুপারি গাছের মাথায়। নিজের তৈরি করা বাইকটিকে গাছের একেবারে ওপরে উঠে থামালেন, তারপর গাড়ির মতো ব্যাক গিয়ার চেপে খুব সহজে নেমেও এলেন নিচে।
ভিডিওতে সুপারি গাছে ওঠার দৃশ্য দেখানো হলেও যন্ত্রটি মূলত নারিকেল গাছে ওঠার জন্য তৈরি করেছেন বলে জানিয়েছেন ওই কৃষক। অভিনব এই আবিষ্কারের জন্য কৃষকের প্রশংসা করছেন সবাই। তবে তার নাম, পরিচয় এখনো জানা যায়নি।
সূত্র: ডয়চে ভেলে
Advertisement
When you want to be a bike racer but become a farmer due to parental pressure. pic.twitter.com/OxkPKleoRa
— Bade Chote (@badechote) June 2, 2019এসআর/এমএস