আন্তর্জাতিক

ভারতকে ঈদ মোবারক জানালো পাকিস্তান

বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর অভিযানের পর নয়াদিল্লির জন্য আকাশ পথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে দিল্লিগামী বিমানগুলোকে উল্টোপথ ধরে আসতে হয়েছিল। অবশেষে পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে এই আকাশপথ ভারতের জন্য খুলে দিলো পাকিস্তান।

Advertisement

মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান পাক আকাশপথ পেরিয়ে দিল্লির মাটি ছুঁয়েছে। ঠিক তখনই ইন্ডিগোর ডিউটি অফিসারকে ফোন করে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির পরিচালক ঈদ মোবারক জানান।

আরও পড়ুন : ঈদের নামাজের সময় বোমা বিস্ফোরণ, হতাহত ১৬

পাকিস্তানের আমদাবাদের কাছে তেলেম দিয়ে দেশটির আকাশে রাত সাড়ে নয়টায় প্রবেশ করে দুবাই থেকে দিল্লিগামী ইন্ডিগোর এয়ারবাস এ৩২০। রাত ১০টা ৪০ মিনিটে পাকিস্তানের আকাশ ছাড়ে সেটি। রাত ১২টা ১০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ১৮০ যাত্রীবাহী ওই বিমানটি।

Advertisement

পুলওয়ামা হামলার পর বালাকোটের অভিযানের পর থেকেই ভারতের আকাশে ঢোকার জন্য পাকিস্তানের মোট ১১টি এন্ট্রি পয়েন্ট বন্ধ করে দেয়া হয়েছিল। এর ফলে বেশ কিছু ঘুরপথে ভারতে ঢুকতে হচ্ছিল অনেক আন্তর্জাতিক বিমানকে। আপাতত পরীক্ষামূলকভাবে সেই পথ ফের খুলে দিলো পাকিস্তান।

এসআইএস/পিআর