অর্থনীতি

ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। এদিন সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। পাশাপাশি দুই বাজারেই লেনদেন হওয়া বেশিভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইর শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২৯ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইতে দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকা বেশি। গত কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২ টির দাম বেড়েছে, কমেছে ১২৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৪৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫২৯ পয়েন্ট, সিএএসপিআই ১০১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০ পয়েন্ট দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।  সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮২ লাখ টাকা।এসআই/এসকেডি/পিআর

Advertisement