খেলাধুলা

নিউজিল্যান্ডই চাপে থাকবে : সৌম্য

কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। বুধবার একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। প্রথম ম্যাচ জিতে যাওয়ায় পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাসী পুরো দল, তবে রয়েছে সতর্কতাও।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বোলারদের মূল শক্তি যেখানে বাউন্স ও গতির ঝড়, সেখানে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির হাত থেকে বের হবে গতির সঙ্গে সুইংয়ের বাহার। যে কারণে তাদের বিপক্ষে ম্যাচের প্রথম দশ ওভার সামলানোই হয়ে যায় কঠিন কাজ।

প্রোটিয়াদের বিপক্ষে যেভাবে ইতিবাচক শুরু করেছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার, সেটি করতে পারলে কিউইদের বিপক্ষেও পাওয়া যেতে পারে দারুণ সূচনা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষেও যে একই পরিকল্পনা থাকবে, সে ব্যাপারে নিশ্চিত করে বলেননি বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

আজ (মঙ্গলবার) দলের বাকিরা যখন ঈদের নামাজ পড়তে যান, তখন টিম হোটেলে সংবাদ মাধ্যমে কথা বলেন সৌম্য। তখন তিনি জানান, ‘নিউজিল্যান্ডের বিপক্ষেও দক্ষিণ আফ্রিকার মতো একই রকম পরিকল্পনা হবে, সে রকম কিছু বলার সুযোগ নাই। দক্ষিণ আফ্রিকার সঙ্গে যেমন উইকেট ছিলো, নিউজিল্যান্ডের সাথে তা নাও থাকতে পারে। এ ছাড়া ওদের গতির সাথে সুইংও আছে। ওইভাবেই প্ল্যান করে খেলতে হবে। পরিস্থিতি, গতি ও সুইং দেখে খেলতে হবে। উইকেটের দিকেও খেয়াল করতে হবে।’

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন রয়েছে সুখস্মৃতি, তেমনি আবার ওদের মাটিতে খেলতে গিয়ে বারবার হয়েছে তিক্ত অভিজ্ঞতা। সবমিলিয়ে এ দুই দল একে অপরকে চেনে বেশ ভালো করেই। তবে এটি মাঠের খেলায় প্রভাব ফেলবে না, নতুন দিনে নতুন ম্যাচের মতো করেই খেলতে হবে বলে জানান সৌম্য।

তিনি বলেন, ‘ওরা (নিউজিল্যান্ড) আমাদের ওখানে খেলে এসেছে। আমরাও ওদের দেশে খেলে এসেছি। কিন্তু যতোই ভালো হোক অন্য দেশে এলে সবার জন্যই কষ্ট হয়। ওরা আমাদের চিনে, আমরা ওদের চিনি, দিন শেষে যারা ভালো খেলবে, তারাই ভালো করবে। আমরা মাঠে জেতার জন্যই নামবো। সবাই নিজেদের শতভাগ দিবো। তাতে প্রতিপক্ষ যতোই চেনা বা অচেনা হোক।’

বাঁহাতি এ ওপেনার মনে করেন নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ায় এবং বিশ্বকাপের মতো আসর হওয়ায় বড় দল হিসেবে চাপে নিউজিল্যান্ডই। নিরপেক্ষ মাঠে খেলা হলে বিশেষত্বটা কী জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দুই দলের জন্যই ভিন্ন কন্ডিশন থাকবে। ওয়েদার হয়তো ওদের সাথে একটু মিলবে। তবে কেউই বলতে পারবে না আমাদের হোম। দিন শেষে এটা বড় টুর্নামেন্ট। তারা বড় দল হিসেবে চাপে থাকবে। মানসিকভাবে আমাদের শক্ত থাকতে হবে। আমরা যে জেতার জন্যই নামবো, তা বিশ্বাস করতে হবে।’

এসময় বোল্ট ও সাউদির প্রথম দশ ওভার সামলানোর ব্যাপারে সৌম্য বলেন, ‘আমরা যদি প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারাই, সেটা আমাদের জন্য ভালো হবে। ওরা ১০ ওভারের মধ্যে ওরা উইকেট নিতে চায়। আমাদের এটা খেয়াল করে খেলতে হবে। আমরা যদি রান বেশি নিতে পারি ওই সময়ে তাহলে আমাদের জন্য ভালো হবে।’

Advertisement

এআরবি/এসএএস/জেআইএম