প্রবাস

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন

যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানরা মঙ্গলবার (৪ জুন) ঈদুল ফিতর উদযাপন করছেন। সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর দেশটির অধিকাংশ মসজিদ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ এবার ২৯ রোজা পালন করলেন যুক্তরাষ্ট্রের মুসলমানরা।

Advertisement

সৌদি আরবে চাঁদ দেখার ছয় ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ও কানাডায় চাঁদ দেখতে পাওয়ার কথা। এ হিসাব ধরে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, বস্টন, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, অ্যারিজোনা, টেক্সাস এবং ওয়াশিংটন ডিসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর এসব রাজ্যগুলোতেও মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়। কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্রে একাধিক দিনে ঈদ পালন করা হয়েছে। তবে এখন সেই বিভেদ আর নেই বললেই চলে।

নিউ ইয়র্কের প্রধান প্রধান ঈদ জামাত হবে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমিন জামে মসজিদ, আল আমান জামে মসজিদ এবং বায়তুল জান্নাহ জামে মসজিদে।

এনডিএস/জেআইএম

Advertisement