বেশি দামে মাংস বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি, অক্সিজেন ও চাঁন্দগাও আবাসিক এলাকায় ৯ মাংস বিক্রেতাকে ৬১ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিবছর ঈদকে সামনে রেখে মাংসের বাজারে অস্থিতিশীলতা বিরাজ করে। জনগণ যাতে ন্যায্যমূল্যে মাংস কিনতে পারে সেটি নিশ্চিত করতেই বিভিন্ন মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
মাংসের মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় কাজীর দেউড়ি বাজারের মাংস বিক্রেতা মো. খোকনকে ৫ হাজার, কাশেম আলীকে ১০ হাজার, জালাল উদ্দিনকে ৫ হাজার, মো. হোসাইনকে ৫ হাজার, আব্দুল খোকনকে ১৫ হাজার, আনোয়ার হোসেনকে ৫ হাজার, অক্সিজেন বাজারের ওবাইদুল হককে ৫ হাজার, চাঁন্দগাও আবাসিক এলাকার আব্দুল গফুরকে ১ হাজার এবং দিল মোহাম্মদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
Advertisement
আবু আজাদ/জেএইচ/এমএস