শ্রীলঙ্কা দাপট দেখিয়েই খেলছিল। হঠাৎই ভোজবাজির মতো পাল্টে গেল সবকিছু। আফগানিস্তানের অফস্পিনার মোহাম্মদ নবীর ঘূর্ণিতে যেন চোখে সর্ষেফুল দেখা শুরু করলেন লঙ্কান ব্যাটসম্যানরা।
Advertisement
ঘূর্ণি জাদুুতে এক ওভারেই শ্রীলঙ্কার ৩টি উইকেট তুলে নিয়েছেন নবী, এক বল বিরতি দিয়ে দিয়ে। তাতেই দারুণ শুরু করা লঙ্কান ব্যাটিং হঠাৎই কোণঠাসা।
কার্ডিফে টসে হেরে ব্যাট করতে নেমে ২১ ওভারেই ১ উইকেটে ১৪৪ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। রানরেট ভালো ছিল। বড় সংগ্রহের পথেই এগোচ্ছে দল, ধরেই নিয়েছিলেন লঙ্কান সমর্থকরা।
কিন্তু ২২তম ওভারে এসে চমক দেখালেন মোহাম্মদ নবী। ওভারের দ্বিতীয় বলে সেট ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে (২৫) ইনসাইড এজে বোল্ড করেন। চতুর্থ বলে কুশল মেন্ডিসকে (২) স্লিপে বানান ক্যাচ। এক বল বিরতি দিয়ে ওভারের শেষ ডেলিভারিতে একইভাবে স্লিপে ক্যাচ অ্যাঞ্জেলো ম্যাথিউজ (০)।
Advertisement
১ উইকেটে ১৪৪ রান তোলা শ্রীলঙ্কা পরিণত হয় ৪ উইকেটে ১৪৬ রানে। ২ রানেই হারায় ৩ উইকেট। এখানেই শেষ নয়। লঙ্কানদের সেই ধাক্কা কাটিয়ে উঠার সুযোগ না দিয়ে পরের ওভারে আঘাত হানেন পেসার হামিদ হাসান। এবার উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের ক্যাচ ধনঞ্জয়া ডি সিলভা, রানের খাতা খোলার আগেই।
সবমিলিয়ে ৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে শ্রীলঙ্কা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৫৫ রান। কুশল পেরেরা ৭২ আর থিসারা পেরেরা ২ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
এমএমআর/জেআইএম
Advertisement