জাতীয়

সততার মাধ্যমে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবো : শাহরিয়ার

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, ‘সরকারি চাকরি করি। সরকার যেখানে যোগ্য মনে করবে সেখানেই বদলি করবে। এটা স্বাভাবিক বিষয়।’

Advertisement

আরও পড়ুন : বদলির আদেশ বাতিল : ভোক্তা অধিকারেই থাকছেন শাহরিয়ার

মঙ্গলবার দুপুরে নিজের বদলির আদেশ ও তা বাতিলের পর এক প্রতিক্রিয়ায় জাগো নিউজকে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাকে বদলি করা হয়েছিল। এটি বাতিল করে আবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে রাখা হয়েছে। আমি আগে এখানে কাজ করেছি, আগামীতেও সততা, নিষ্ঠা ও যোগ্যতার মাধ্যমে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবো।’

Advertisement

আরও পড়ুন : পাঞ্জাবির দাম বেশি রাখায় আড়ংকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

এর আগে সকালে আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে তাকে ভোক্তা অধিদফতর সংরক্ষণ কর্তৃপক্ষের উপ-পরিচালক পদ থেকে বদলি করে সড়ক ও জনপথ অধিদফতর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়। সেই আদেশটি বাতিল হওয়ায় স্বপদেই বহাল থাকছেন শাহরিয়ার।

আরও পড়ুন : গুলশানে পারসোনার সব কসমেটিক্স মেয়াদোত্তীর্ণ

Advertisement

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগ) শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই/এসএইচএস/পিআর