সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই নগরীর দেরাতে ঐতিহ্যবাহী দুবাই ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত ঈদ জামাতে হাজারও মুসল্লি অংশ নেন।
সূর্য ওঠার আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হওয়ায় অনেকেই রাস্তায় নামাজ আদায় করেন। সাধারণত ফজরের নামাজের পর থেকে তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আমিরাতের প্রতিটি মসজিদ।
স্থানীয়দের সঙ্গে এ ঈদগাহ ময়দানে বেশির ভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও স্বদেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
Advertisement
এএইচ/পিআর