নারায়ণগঞ্জের রূপগঞ্জে কামরুজ্জামান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান উপজেলার মাঝি নদীরপাড় এলাকার মৃত সামসুল হকের ছেলে। রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান জাগো নিউজকে জানান, কামরুজ্জামান নিজ এলাকা মাঝি নদীরপাড়সহ আশ-পাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। সকালে ১০পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর দিকে, রোববার গভীর রাতে ৫৯০ পিস ইয়াবাসহ কাওসার মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা। এছাড়া ২৫ বোতল ফেনসিডিলসহ ইসমাইল হোসেন নামে অপর আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মীর আব্দুল আলীম/এসএস/আরআইপি
Advertisement