জাতীয়

স্থায়ী হলেন বিমানের ৪৩ ক্যাজুয়াল কর্মচারী

ঈদের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৩ জন ক্যাজুয়ালভিত্তিক কর্মচারীকে নৈমিত্তিক থেকে স্থায়ী করা হয়েছে। সোমবার বিমানের প্রধান কার্যালয়ে সংস্থার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ অফার লেটার তুলে দেন।

Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল বলেন, ‘বিমানে দীর্ঘদিন কর্মরত নৈমিত্তিক কর্মচারীদের মধ্যে যারা সফলভাবে ১২ বছর চাকরি সম্পন্ন করেছেন তাদের পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ।’

ক্যাপ্টেন জামিল বলেন, ‘কোম্পানিতে পরিণত হওয়ার পর দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানে চূড়ান্ত জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। এ ছাড়া সংস্থার বিভিন্ন বিভাগে কর্মরত নৈমিত্তিকভিত্তিক জনবলকে পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক কর্মচারীতে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা ও সক্ষমতা বিবেচনা করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষভাবে অবদান রাখার জন্য কর্মীদের প্রযোজ্যক্ষেত্রে প্রণোদনাসহ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।’

এ সময় বিমানের পরিচালক মমিনুল ইসলাম, জিয়াউদ্দীন আহমেদ, মহাব্যবস্থাপক আজিজুল ইসলাম, শাকিল মেরাজ ও বিমান শ্রমিক লীগ সভাপতি মশিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

আরএম/এনডিএস/পিআর