ঈদযাত্রার চতুর্থ দিনে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে বড় ধরনের ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চে পার হতে পারছেন যাত্রীরা।
Advertisement
বিআইডব্লিটিসির আরিচা অঞ্চলের এজিএম জিল্লুর রহমান জানান, সোমবার সকালে পাটুরিয়ায় ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ে। তবে ছোট বড় ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত থাকায় যানবাহনগুলোকে দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকতে হচ্ছে না। ঘাটে পৌঁছেই নদী পার হতে পারছেন সবাই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও বাড়ছে।
এদিকে যানবাহনের পাশাপাশি লঞ্চ ও ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে পারাপার নিয়ে যাত্রীদের বড় ধরনের কোনো অভিযোগ নেই। ঘাটের আইনশৃঙ্খলা রক্ষা ও যানবাহনের সারি ঠিক রাখতে পুলিশি তৎপরতাও চেখে পড়ার মতো রয়েছে।
বি.এম খোরশেদ/এফএ/এমকেএইচ
Advertisement