খেলাধুলা

বিশ্বাস ছিলো আমরা পারবো : সাকিব

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর- বিশ্বাসের শক্তি যে কতোটা কার্যকরী তার প্রমাণ পাওয়া যায় প্রতিটি ক্ষেত্রেই। যার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দলও। দক্ষিণ আফ্রিকাকে হারানোর সাহস ও মনে বিশ্বাস ছিলো বলেই মাঠের খেলায় দাপুটে জয় পেয়েছে টাইগাররা।

Advertisement

ম্যাচ শেষে সহ-অধিনায়ক ও ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান জানিয়েছেন প্রতিপক্ষ যতোই শক্তিশালী হোক না কেন, নিজেদের প্রতি বিশ্বাস থাকার কারণেই মূলত মিলেছে জয়।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘অবশ্যই এটা একটা বিশেষ দিন। কারণ ইংল্যান্ডের উইকেট, পরিবেশ, পরিস্থিতি ও প্রতিপক্ষ বিবেচনায় এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচটি ছিল অনেক বড় চ্যালেঞ্জ। আমরা সে চ্যালেঞ্জটা অনেক ভালোভাবে মোকাবেলা করেছি। তাই অনেক ভালো লাগছে। তবে এটা সত্যি যে আমাদের মধ্যে বিশ্বাস ছিলো যে আমরা পারবো। আমাদের সব পরিকল্পনা কাজে লেগেছে।’

এর আগে অবশ্য সাকিব জানান ইংল্যান্ডের মাঠে খেলার অতীত অভিজ্ঞতাগুলো কাজে লেগেছে বাংলাদেশ দলের। যা ধরে রেখে পরবর্তী ম্যাচগুলোতেও ভালো খেলার লক্ষ্য বিশ্বসেরা এ অলরাউন্ডার।

Advertisement

ম্যাচের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি মনে করি এটা আমাদের অন্যতম সেরা একটি জয়। এর আগে বিশ্বকাপে আমরা কিছু অঘটন ঘটিয়েছি। কিন্তু এবার আমাদের প্রমাণ করার ছিলো অনেক কিছুই এবং শুরুটা এর চেয়ে ভালো হওয়া সম্ভব ছিল না। আমরা এখানে আসার পর থেকেই নিজেদের মধ্যে বিশ্বাস ছিলো। আমাদের এমন শুরু দরকার ছিলো। এখন এটিকে পরের ম্যাচগুলোতে কাজে লাগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি উরস্টারশায়ারের হয়ে এখানে ২ বছর খেলেছি। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলে গিয়েছি। তাই এখানের উইকেট সম্পর্কে ধারণা ছিলো আমাদের। আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ। রেকর্ডের কথা জানতাম না। মুশফিক ভাইয়ের সঙ্গে ভালো শুরুর পর আমাদের পরিকল্পনা ছিলো যত বড় খেলা যায়।’

এআরবি/এসএএস/এমকেএইচ

Advertisement