দেশজুড়ে

সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কৃষক হত্যা মামলায় নারীসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক-১ ড. ইমান আলী এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পুঠিয়া গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে ফজলুল হক (৪৫), ফজলুল হকের স্ত্রী মর্জিনা খাতুন (৪০), মৃত পোটল আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৫০), আব্দুল কুদ্দুসের ছেলে আশরাফুল ইসলাম (২৭), বেল­াল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৭), ফজলুল হকের ছেলে আব্দুল মোমিন (১৮), রহমান মণ্ডলের ছেলে বিশা মণ্ডল (৩০), মৃত বারু মণ্ডলের ছেলে বাবর আলী (৫০), হায়দার আলীর ছেলে রেজাউল করিম (২২), আবু তাহেরের ছেলে শামসুল আলম(৪০), মৃত বারু মণ্ডলের বেল­াল হোসেন (৪৮), মৃত দারু মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (৪৫), মৃত ইসহাক আলীর ছেলে হায়দার আলী (২৮) ও বাবর আলীর ছেলে আয়নাল হক (২৫)। আদালত সূত্রে জানা যায়, পুঠিয়া গ্রামের কৃষক নুরুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত জের ধরে আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ২০১২ সালের ২৮ জুন দুপুরে নুরুল ইসলামের সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে আসামিরা কুপিয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে সকলে পালিয়ে যান। একই দিন রাতে নিহতের ছেলে তোফায়েল হোসেন রাসেল বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে সোমবার আসামিদের উপস্থিতিতেই উল্লেখিত রায় প্রদান করেন আদালত।বাদল ভৌমিক/এমজেড/এমএস

Advertisement