তথ্যপ্রযুক্তি

ইউটিউবে সাবস্ক্রাইবারের রেকর্ড গড়লো টি-সিরিজ

লড়াইটা চলছিল মূলত সুইডিশ ইউটিউবার পিউডিপাই এবং ভারতের টি-সিরিজের মধ্যে। তবে শেষ হাসি হাসলো টি-সিরিজ।

Advertisement

ইউটিউবে প্রথম ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবারের গৌরব অর্জন করলো ভারতের এই মিউজিক কোম্পানি।

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক পেজ, সোশ্যাল ব্ল্যাড অনুমান করেছিল টি-সিরিজ ২১ মে-র মধ্যে এই গৌরব অর্জন করবে। তবে ইতিহাস গড়তে কয়েকদিন বেশি সময় লাগলো ভারতের এই মিউজিক কোম্পানির।

পিউডিপাই এবং টি-সিরিজের মধ্যে সাবস্ক্রাইবারের লড়াই শুরু হয় অক্টোবর ২০১৮ থেকে। এর আগে গত পাঁচ বছরে সাবস্ক্রাইবারের দিক থেকে কেউ পিউডিপাই এর ধারে কাছেও ছিল না। তবে গত ফেব্রুয়ারি মাসে টি-সিরিজ কয়েক মিনিটের জন্য পিউডিপাইকে প্রথমবারের জন্য পরাস্ত করে। এরপর পিউডিপাই কিছুটা এগিয়ে গেলেও তা টি-সিরিজের এই গৌরব অর্জনের জন্য যথেষ্ট ছিল না।

Advertisement

মজার বিষয় হলো এই লড়াইয়ে দুটি ইউটিউব চ্যানেলেরই সাবস্ক্রাইবার লাফিয়ে বেড়েছে। লড়াই শুরুর পর থেকে পিউডিপাই এবং টি-সিরিজ ৬৭ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে।

এএ