খেলাধুলা

জিততে হলে বিশ্বকাপের রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে

ব্যাটসম্যানরা নিজেদের কাজ করে দিয়েছেন। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের রেকর্ড ৩৩০ রানের পুঁজি এনে দিয়েছেন তারা। এখন বাকি কাজটা সারতে হবে বোলারদের।

Advertisement

পরিসংখ্যান অবশ্য বাংলাদেশি সমর্থকদের খুশির সংবাদই দিচ্ছে। এখন পর্যন্ত বিশ্বকাপে ৩৩১ রানের বড় সংগ্রহ তাড়া করে জিততে পারেনি কোনো দল। দক্ষিণ আফ্রিকার যদি সেই কাজটি আজ (রোববার) করতে হয়, তবে রেকর্ডই গড়তে হবে।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি দখলে আয়ারল্যান্ডের। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩২৭ রানের লক্ষ্য পার করে ফেলেছিল আইরিশরা। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আজ রেকর্ডের থেকেও ৪ রান বেশি করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

কেনিংটন ওভালে আজ প্রোটিয়া বোলারদের পাত্তাই দেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাদের তুলোধুনো করে ৬ উইকেটে ৩৩০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।

Advertisement

নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ঢাকায় ৬ উইকেটে ৩২৯ রান করেছিল টাইগাররা।

আর বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি স্কটল্যান্ডের বিপক্ষে। ২০১৫ বিশ্বকাপে স্কটিশদের বিপক্ষে ৪ উইকেটে ৩২২ রান করেছিল মাশরাফি বিন মর্তুজার দল।

এমএমআর/পিআর

Advertisement