খেলাধুলা

তৃতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ

আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে হারলো স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী আফগানিস্তান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন শাহরিয়ার শামীম। তিনি ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় এই রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন আমিন উদ্দিন। শেষ দিকে ১৩ বলে মূল্যবান ১৯টি রান আসে অরুপ কুমারের ব্যাট থেকে।এ ছাড়া আলম খান ৪, দ্রুপম তীর্থ ২, সুজাউল ইসলাম ১ ও জিসান হাসান ১ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত খাত থেকে আসে ১০টি রান।এমআর/আরআইপি

Advertisement