জাতীয়

দুস্থদের মাঝে পুলিশের ঈদ উপহার

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

Advertisement

রোববার (২ জুন) সকালে উত্তরা ৬নং সেক্টরের কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন র‌্যাব মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বেনজির আহমেদ।

এ সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডিএমপির উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঈদবস্ত্র বিতরণকালে র‌্যাব ডিজি বলেন, দুস্থ ও অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করি। আমাদের হয়তো সাধ্য ও সামর্থ্যের কমতি থাকলেও মানসিকতার কোনো অভাব নেই।

Advertisement

‘আমরা এ দেশেরই সন্তান, আপনাদের কারও ভাই, কারও স্বজন। সে কারণে দেশের মানুষের সুখ, দুঃখ ও আনন্দের সঙ্গে শামিল হতে চাই।’

জেইউ/এএইচ/পিআর