দক্ষিণ ভারতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতের উত্তরাঞ্চল পুড়ছে তীব্র দাবদাহে। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে গরম কমার কোনো আশ্বাস নেই। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
Advertisement
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের উপর এই তাপপ্রবাহ চলবে আগামী চার দিন এবং পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে আগামী দুদিন ধরে চলবে তাপপ্রবাহ।
দেশটিতে এখন সর্বোচ্চ তাপমাত্রা রাজস্থানের চুরু নামক এলাকায়। রোববার সেখানকার তাপমাত্রা ৫০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি। রাজস্থানে তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ তাদের স্বাভাবিক কাজ করতে পারছেন না।
আরও পড়ুন > বিছানায় মোবাইল চার্জে রেখে ঘুম, বিদ্যুতায়িত হয়ে চিরঘুমে যুবক
Advertisement
এছাড়া হিমাচল প্রদেশের উনার নামক স্থানের তাপমাত্রা ৪৪.৯ ডিগ্রি সেলসিয়াস, বিলাসপুর ৪৩ ডিগ্রি সেলসিয়াস, মান্ডির তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে ঠান্ডার রাজধানী জম্মুতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র দাবদাহ চলছে পশ্চিমবঙ্গেও। কড়া রোদ এবং আর্দ্রতার কারণে এ রাজ্যের মানুষও গরমে অতিষ্ঠ। রোববার সকাল ১০টায় কলকাতার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যার পর কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদুৎসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।
এসএ/জেআইএম
Advertisement