দেশজুড়ে

৫ দফা দাবিতে ডুয়েটে মানববন্ধন

শিক্ষকদের ন্যায় বয়সসীমা ৬৫ বছর করণসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশন মানববন্ধন করেছে।বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. এমদাদুল, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মারুফ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামসুদ্দোহা, ডেপুটি লাইব্রেরিয়ান মো. আবু আউয়াল সিদ্দিকী প্রমুখ।অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. এমদাদুল জানান, বিশ্ববিদ্যালয় সমূহের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকসহ সকল শ্রেণির কর্মকর্তা/কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা একই অর্থাৎ ৬০ বছর ছিল। বর্তমানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেবল শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর করা হয়েছে। এখন পর্যন্ত অফিসারদের ক্ষেত্রে এ ব্যাপারে কোনো বাস্তব পদক্ষেপ গৃহীত না হওয়ায় অফিসারদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে সাধারণ সম্পাদক প্রকৌশলী মারুফ আহমেদ পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অভিন্ন বেতন কাঠামো, অফিসারদের কয়েকটি পদে বেতন স্কেল সংশোধন করে বৈষম্য দূরীকরণ, বিভিন্ন অথরিটিতে অফিসারদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা, রেজিস্ট্রার/সমমানের পদ সৃষ্টিসহ উক্তপদে নিয়োগ/পদোন্নতির ব্যবস্থা করার দাবি জানান।                        মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর

Advertisement