আন্তর্জাতিক

ভারতে গান্ধী ছাড়া রাষ্ট্রীয়ভাবে কাউকে স্মরণ নয়

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী ছাড়া অন্য কোনো জাতীয় নেতাকে আর রাষ্ট্রীয়ভাবে স্মরণ করবে না দেশটি। এখন থেকে ভারতে শুধু মহাত্মা গান্ধীর জন্ম ও মৃত্যু বার্ষিকীই রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। গত শনিবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার এ সিদ্ধান্ত নেয়। -খবর হিন্দুস্থান টাইমস ফলে কংগ্রেস আমলে জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীসহ অন্যান্য জাতীয় নেতাদের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালনের যে রীতি ছিল তা আর বহাল থাকছে না। তবে কোনো ট্রাস্ট, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বা প্রয়াত জাতীয় নেতাদের আদর্শিক সমর্থকরা চাইলে নিজেদের মতো করে জন্ম ও মৃত্যু বার্ষিকীতে সেই নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। মোদি সরকারের এ সিদ্ধান্ত ২০০০ সালে তৎকালীন বিজেপি সরকারের নেওয়া এক সিদ্ধান্তের অনুরূপ। তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী একই রকম একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। এ সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণ আগে কেন্দ্রীয় সরকার দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ১২৫তম জন্মবার্ষিকী পালনে গঠিত আগের কমিটি পুনর্গঠন করে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে এ কমিটিতে কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রী এবং কংগ্রেস নেতা মালিকার্জুন খার্গে, গোলাম নবী আজাদ, করণ সিং ও গান্ধী পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত সুমন দুবেকে রাখা হয়। তবে এনডিএ সরকারের এ সিদ্ধান্তে খুশি নয় কংগ্রেস। আগের কমিটি বাতিল বিষয়ে মোদিকে আক্রমণও করেছেন দলের নেতারা। তারা বলছেন, মোদি সরকারের নেওয়া এ সিদ্ধান্ত দেশটিতে নেহেরুর অবদান মুছে ফেলতে বিজেপির চলমান কর্মকাণ্ডের অংশ। এর আগে নেহেরু গঠিত জাতীয় পরিকল্পনা কমিশন বাতিল করেন নরেন্দ্র মোদি। -হিন্দুস্থান টাইমস

Advertisement